দেখিলে মায়ের মুখ
মুছে যায় সব দুখ।

মাকে নিয়ে বহুবার লিখতে চেয়েছি

তাকে শব্দের অক্ষরে আটকাতে পারেনি কখনো।
মা প্রতিটি শব্দার্থের গোপনে একটি সকাল
সমগ্র দিনের শরীরে যা গড়িয়ে যায়। আরআমি দিনের বেদনা ভুলে
ঘুমিয়ে ছিলাম মাতৃগর্ভে।

চাঁদ মামার গল্পের ঝুড়ি থেকে একবার
পূর্ণিমাকে আবিষ্কার করলাম
মা বললো তুমি আমার গোল চাঁদ।
সে থেকে আমি গোল ব্যসার্ধের অভ্যন্তরে
গেঁথে দি মা শব্দের বীজ।

মা তুমি আলোর বনে ফুটে থাকা প্রিয় মুখ।
যাক ঘিরে তৈরী হয় ইচ্ছার প্রতিটি শবনম।

রূপকথার আকাশে শিশুরা খেলা করে আর মা
অনন্ত সম্ভাবনা দিয়ে শিুশুদের ছায়াদেয়। অগনিত
স্নেহের টুকরো খসেপড়ে পড়ে পৃথিবীতে। আর মা
তাঁর প্রবহমান অাঁচলে ঢেকে রাখে আগামী পিতাকে।