চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার এলাকায় একটি তেলের গুদাম আগুনে পুড়ে গেছে। সোমবার সকাল সাড়ে নয়টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ কার্যালয়ের অপারেটর শাহিদুর রহমান জানান, ৯টা ৩৫মিনিটের দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে মো. ইকবালের একটি তেলের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ৫টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে দুই লাখ টাকার মালামাল পুড়ে গেলেও ৫লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
(ওএস/পিবি/ মে ১১, ২০১৫