চট্টগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সেলিম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম উপজেলার ভাটিয়ারী বেলি পাড়া এলাকার সোনা মিয়ার ছেলে।

সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, সেলিম মোটরসাইকেলযোগে চট্টগ্রাম নগরীতে যাচ্ছিল। পথিমধ্যে শীতলপুর এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।

(ওএস/পিবি/মে ১১, ২০১৫