স্পোর্টস ডেস্ক, ঢাকা : শতকরা ২৫ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড দেশটির জাতীয় দলের খেলোয়াড়দের বেতন। একইসঙ্গে প্রত্যেক ক্রিকেটারের জন্য ম্যাচ ফি’র শতকরা ৩৫ ভাগ বাড়ানো হবে।

এ কথা ঘোষণা করেছে পাক ক্রিকেট বোর্ড বা পিসিবি গতকাল (বুধবার)। বর্ধিত বেতন গত জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। পাক ক্রিকেট দলের খেলোয়াড়েরা জানুয়ারি মাসে কেন্দ্রীয় চুক্তিতে সই করে থাকেন।

পিসিবি বলেছে, প্রত্যেক ক্রিকেটারের জন্য টেস্ট ক্রিকেট ম্যাচে শতকরা ২৫ ভাগ এবং ওয়ান ডে ম্যাচে শতকরা ১০ ভাগ ম্যাচ ফি বাড়বে।

খেলোয়াড়দের বেতন বাড়ানোর ফলে শীর্ষ পর্যায়ের ক্রিকেটাররা সর্বোচ্চ ৪,৫০০ ডলার বেতন পাবেন। অন্যদিকে বি-কাটাগরির খেলোয়াড়রা পাবেন ৩,১৫০ ডলার আর সি-ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১,৮০০ ডলার।

পিসিবি জানিয়েছে, বেতন বাড়ানোর আগে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ করা হয়েছে। কোন খেলোয়াড় কোন ক্যাটাগরিতে পড়বেন এবং কার বেতন কত হবে তা পরে ঘোষণা করা হবে।

পাকিস্তানে পুলভুক্ত ক্রিকেটারের সংখ্যা ৪০ এবং এর মধ্য থেকে ২৫ জনকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হবে এবং তারাই শুধু এ বেতন-সুবিধা পাবেন বলে স্থানীয় গণমাধ্যম খবর দিচ্ছে।

(ওএস/পি/মে ১৫,২০১৪)