টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের আনারস নিয়ে মুগ্ধ প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে ভিডিও কনফারেন্সে টাঙ্গাইল জেলা সমন্বয় কমিটির সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তার মুগ্ধতার কথা জানান।

তিনি বলেন, টাঙ্গাইলে বিভিন্ন জাতের ভালো আনারস হয়। এগুলো খেতে সুস্বাদু হয়। তাই আনারস চাষ বাড়াতে হবে। প্রয়োজনে কৃষককে সব ধরনের সহায়তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী এসময় বেশ কিছু জাতের আনারসের নামও বলেন।

তিনি আরও বলেন, আনারস চাষে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) ঋণ দিতে পারে।

এসময় তিনি টাঙ্গাইলে মৎস্য চাষের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বল্পসুদে ঋণ প্রবাহ বাড়ানোর নির্দেশ দেন।

(ওএস/এএস/মে ১১, ২০১৫)