স্পোর্টস ডেস্ক, ঢাকা : এবার সংশয় প্রকাশ করেছেন কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাওয়ের বাবা রাদামেল গার্সিয়া ব্রাজিল বিশ্বকাপের আগে সন্তানের ফিটনেস নিয়ে।

২৮ বছর বয়সী এই তারকা গত জানুয়ারিতে ফ্রেঞ্চ কাপে মোনাকোর হয়ে খেলার সময় হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হন।কিন্তু তারপর থেকে তিনি ব্রাজিলে খেলার ব্যাপারে সবসময়ই আশাবাদ ব্যক্ত করে আসছেন।

বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ জনের প্রাথমিক স্কোয়াডেও তার নাম রেখেছেন কলম্বিয়ান কোচ হোসে পেকারম্যান। এই ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে ছয়মাস সময় লাগে। যে কারণে কলম্বিয়ান রেডিও আরসিএন এ ফ্যালকাওয়ের বাবা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “সে দ্রুত সুস্থ হয়ে উঠছে কিন্তু ফুটবলীয় ভাষায় এখনো সে পুরোপুরি সুস্থ নয়। এখন পর্যন্ত সে শুধুমাত্র শারীরিক ভাবে সুস্থ হয়েছে। কিন্তু এখন আমাদের দেখতে হবে ব্রাজিলে যাবার আগ মুহূর্তে তার অবস্থা কি দাঁড়ায়।”

রাদামেল আরো যোগ করেন,‘বাস্তবতা হচ্ছে সে ৬০ শতাংশ সুস্থ হয়েছে। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য একজন ফুটবলারের যা যা প্রয়োজন তার ঘাটতি রয়েছে।’

(ওএস/পি/মে ১৫,২০১৪)