সৌরভ ঘোষ : লিওনেল মেসি অন্য গ্রহের ফুটবলার এটা এখন প্রায় সর্বজনস্বীকৃত, তার চরম নিন্দুকেরাও আর সেটা অস্বীকার করার সাহস দেখান না। দিনের পর দিন ক্ষুদে জাদুকর নিজেকে এমনই এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যে এই মূহুর্তে তার সাথে অন্য কারো তুলনা চলে না। তবে মেসি যদি ফুটবলার না হয়ে ক্রিকেটার হতেন তাহলে হিসেবটা কিন্তু অন্যরকম হতে পারত কারন ক্রিকেটে যে এবি ডি ভিলিয়ার্স নামের এক অতি মানব রয়েছেন।

আপাত দৃষ্টিতে এই দুই জনের তুলনা করাটা হয়তো হাস্যকর মনে হতে পারে কারণ একজন খেলেন ফুটবল আর একজন ক্রিকেট। তবে একটা জায়গায় এসে দুজনেই কিন্তু এক হয়ে গেছেন। সমসাময়িকদের মধ্যে মেসি সবাইকে ছাপিয়ে গেছেন আগেই আর এবার ডি ভিলিয়ার্সের পালা। কোরি অ্যান্ডারসনের ৩৬ বলে করা দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা যখন মাত্র ৩১ বল খেলেই ভেঙ্গে দিয়েছিলেন এবি, মূলত তখন থেকেই তার অতিমানবীয় ব্যাটিং দক্ষতা নিয়ে আলোচনা চলতে থাকে। আর গতকাল আইপিএলের মঞ্চে তা নতুন করে জানান দিয়েছেন সাউথ আফ্রিকান অধিনায়ক।মুম্বা্ই ইন্ডিয়ানসের বিপক্ষে রয়েল চ্যালেন্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাত্র ৫৯ বলে ১৯ চার আর ৪ ছক্কায় অপরাজিত ১৩৩ রানের ধু্ন্ধুমার এক ইনিংস খেলেছেন তিনি যা আইপিএলের ইতিহাসে ৩য় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।শুধু তাই নয় এই ইনিংস খেলার পথে আরো একটি রেকর্ড গড়েছেন তিনি, অধিনায়ক কোহলিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েছেন ২১৫ রানের জুটি যা আইপিএলের ইতিহাসে তো বটেই টি টুয়েন্টির ইতিহাসেও সর্বোচ্চ রানের জুটি। আর এর পরপরই সতীর্থরা প্রশংশায় ভাসিয়েছেন তাকে, ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে বিরাট কোহলি তো ডি ভিলিয়ার্সকে বিশ্বের সেরা ব্যাটসম্যানের তকমাটাই দিয়ে দিলেন ‍আর ইরফান পাঠান মজা করে এক টুইট বার্তায় এবি ডি ভিলিয়ার্সের নির্মম প্রহারের প্রতিবাদ জানিয়ে সব বোলারকে এক হওয়ার আহবান জানিয়েছেন!

এতো কিছুর পর এবিকে ক্রিকেটের মেসি বলে সম্বোধন করলে তাতে আপত্তি জানানোর লোক খুব একটা খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না!

(এসজি/পি/মে ১১, ২০১৫)