যশোর প্রতিনিধি : যশোরে নাছিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ওয়াজেদ আলীর বিরুদ্ধে মামলা হয়েছে।

কোতয়ালি মডেল থানায় রবিবার দিবাগত রাতে নিহতের ভাই শিমুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওয়াজেদ আলী সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নাছিমা বেগম হৃদরোগে আক্রান্ত হয়েছে এমন তথ্য দিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বামী ওয়াজেদ আলী। পরে রাত দেড়টার দিকে নাছিমার মৃত্যু হলে মৃতদেহ বাড়িতে নিয়ে দাফনের প্রক্রিয়া শুরু করা হয়। এরই মধ্যে মৃত নাছিমার ভাই পুলিশকে জানায়, তার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আক্কাস জানান, মৃত নাছিমার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে ওয়াজেদ আলী পালিয়েছে। তবে মামলা হওয়ায় তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

(জেকেএম/পিএস/মে ১১, ২০১৫)