ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে মহিদুল ইসলাম মধু (৫০) নামে এক ডাকাত সর্দারসহ ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

অপর আসামী আমীর আলী (৪৫) জেলার নলছিটি থানায় দায়ের হওয়া একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী।

রবিবার মধ্য রাতে উপজেলার আদাখোলা গ্রাম থেকে আমীর আলীকে এবং ডাকাত সর্দার মধুকে উপজেলার সাতুরিয়ার ইদুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

রাজাপুর থানার পরিদর্শক (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, এসআই গোলাম হাফিজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সাতুরিয়ার ইদুরবাড়ি গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মাঝির ছেলে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ডাকাত সর্দার মহিদুল ইসলাম মধুকে গ্রেফতার করে এবং এসআই বিপ্লব মিস্ত্রীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নলছিটি থানায় দায়ের হওয়া একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী আলীকে গ্রেফতার করে।

আমীর আলী উপজেলার আদাখোলা গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। ডাকাত সর্দার মধুর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

(এএম/পিএস/মে ১১, ২০১৫)