কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের সদর উপজেলার ঈদগাঁওয়ের ভুমিরাঘোনা গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বেলাল হোসেন (৩৮) নামে এক মানবপাচারকারী নিহত হয়েছেন।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ জব্দ করেছে।

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’-এর ঘটনা ঘটে।

নিহত বেলাল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কাওয়ারপাড়া গ্রামের মোস্তাক আহমদের ছেলে।

পুলিশ জানায়, মানবপাচারকারীরা গোপনে বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ ভূমিরাঘোনা এলাকায় অভিযান চালায়। এসময় মানবপাচারকারীরা পুলিশকে লক্ষ করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে পাচারকারীরা পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ বেলাল হোসেনকে আটক করে। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, নিহত বেলাল পুলিশের কালো তালিকাভুক্ত মানবপাচারকারী। তার বিরুদ্ধে মানবপাচার আইনে ৬টি মামলা রয়েছে।

(ওএস/এএস/মে ১২, ২০১৫)