মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের বারাশিয়া এলাকায় সন্ত্রাসী  আক্রমণে এক পরিবারের ৫জন আহত। এর মধ্যে মঞ্জুরুল ইসলাম (২৫) নামে এক যুবককে অবস্থা গুরুতর। মারাত্মক যখম অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি  করে অপারেশন থিয়েটারে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত মঞ্জু ওই গ্রামের মোকাদ্দেস হোসেনের ছেলে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

মঞ্জুরুলের চাচা মাগুরা শহরের ব্যবসায়ী গোলাম নবী জানান,সন্ধ্যা ৭ টার দিকে বারাশিয়া গ্রামের বাহারুল মিয়ার ছেলে সাগর ও মনি মিয়ার ছেলে আকবরের সাথে অটো রিক্সায় চড়া নিয়ে তার সামান্য কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাত ৮টার দিকে সন্ত্রাসী সাগর ও আকবর বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে বাড়ির উপর তাকে আক্রমন করে। এ সময় ঠেকাতে গিয়ে ভাইয়ের ছেলে মঞ্জু এসে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মক যখম করে। এ সময় আহত হন পরিবারের আরো চার সদস্য। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা.দেবাশিষ বিশ্বাস জানান, আহত মঞ্জুর পিঠে কয়েকটি কোপ ৩ ইঞ্চি পর্যন্ত ক্ষত তৈরি করেছে। এছাড়া আরো কিছু আঘাত থেকেও তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

এ ব্যাপারে মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল সুদর্শন কুমার রায় জানান, ঘটনাটি এখনো কেউ আমাদের জানায়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

(ডিসি/পিবি/মে ১২,২০১৫)