নওগাঁ প্রতিনিধি : সোমবার দিনগত রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার ইছাপুর মোড়ে শফিকুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে নৃসংশভাবে খুন করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা । নিহত শফিকুল ইসলাম (৪০) পত্নীতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার পত্নীতলা ইউনিয়নের কাঁটাবাড়ির বোরাম গ্রামের সেতাব উদ্দীনের পুত্র । তিনি উপজেলার মাহমুদপুর গ্রামে তার স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় ভাড়া থাকতেন।

নিহতের পরিবার সূত্রে জানাগেছে, সোমবার দিনগত রাত আনুমানিক ১টায় কে বা কারা তাকে মোবাইলে কাঁটাবাড়ি মোড়ে ডাকলে তিনি মোটরসাইকেল নিয়ে মাহমুদপুর গ্রাম থেকে কাঁটাবাড়ির দিকে রওনা হন। ভোরে তার মৃতদেহ ও মোটরসাইকেলটি ইছাপুর মোড়ের রাস্তার পাশে স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আব্দুর রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।
(বিএম/পিবি/মে ১২,২০১৫)