রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার  চরলক্ষ্মী গ্রামের  আঁখি আক্তার (১৩) নামে এক শিশু গৃহকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আঁখি (১৩) ওই গ্রামের দিনমজুর আলমগীর হালদারের  মেয়ে। সোমবার রাতে ঢাকার মিরপুর এলাকার অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা তৌফিকুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে।

এরপর রাতেই লাশটি সেনা কর্মকর্তার গ্রামের বাড়ি সোনাপুরে নিয়ে দাফনের চেষ্টা করা হয়। মঙ্গলবার ১২ মে মেয়েটির বাবা থানায় সাধারণ ডায়েরী করলে লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। দুপুরে হাজিমারা ফাঁড়ি থানার ইনচার্জ এসআই সিরাজ সুরতহাল প্রতিবেদনের পর লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

সুরতহাল প্রতিবেদনের নিহত শিশুর গলা, পা, মুখসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা শিশুটিকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ এঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করেনি।

নিহতের পিতা আলমগীর হাওলাদার জানান- প্রায় দেড় বছর আগে আমার মেয়েকে বাসার কাজের জন্য ডাকায় নিয়ে যাওয়া হয়। এরপর বিভিন্ন সময় মেয়ের সঙ্গে দেখা করতে গেলে তাকে দেখা করতে দেওয়া হতো না। সোমবার মেয়েটি টয়লেটে পড়ে মারা গেছে বলে জানানো হয়। এক পর্যায়ে তারা আমাকে আসতে বারণ করে। তারপর জানায়, লাশ দাফন করতে গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে।

রায়পুর থানার ওসি আব্দুল্লা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ঘটনাস্থল ঢাকার মিরপুর হওয়ায় আমরা কোন আইনগত পদক্ষেপ নিতে পারছি না। লাশের ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

(পিকেআর/এএস/মে ১২, ২০১৫)