নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে বজ্রপাতে নওগাঁয় ১টি গরুসহ দীপক মহন্ত (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। দীপক শহরের সুলতানপুর মটের ঘাট মহল্লার নির্মল মহন্তের পুত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এদিন বেলা ২টার দিকে বয়লার (ধানের চাতাল) থেকে কাজ শেষে দুপুরের খাবারের জন্য বাড়িতে ফিরছিল দীপক। পথে ঈদগাহ মাঠের কাছে পৌছলে হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে পেট ও পিছনের অংশ ঝলসে যায়। সে ১ সন্তানের জনক।

অপরদিকে প্রায় একই সময় শহরের পিরোজপুর মহল্লার মৃত মোমেন সাহানার একটি গরু বজ্রপাতে মারা গেছে।

(বিএম/এএস/মে ১২, ২০১৫)