বেনাপোল (যশোর) প্রতিনিধি  :বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে আসা পাঁচ হাজার পিস সেনেগ্রা (যৌন উত্তেজক) ট্যাবলেটের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি তারা।

বুধবার সকাল ৯টার দিকে বেনাপোল-পুটখালী সড়কের শিকড়ী বটতলা থেকে এ চালানটি জব্দ হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সকালে শিকড়ী বটতলা এলাকায় অভিযান চালায়।

এ সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে পাঁচ হাজার পিস সেনেগ্রা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।

২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেন।

(ওএস/পিবি/ মে ১৩, ২০১৫)