নিউজ ডেস্ক : তাঁর কলমের ছোঁয়ায় আর উড়বে না কোনও হেমন্তের পাখি...চলে গেলেন তিনি। চলে গেলেন কথা সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য।

গতরাত ১১টা নাগাদ নিজের ঢাকুরিয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্যের সাহিত্যমহল। খবর পেয়ে সাহিত্যিকের বাড়িতে আসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

পরিবার সূত্রে জানা গেছে, গতরাতের খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসক আসার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। গত ২ দশকের তাঁর লেখনী জীবনে ২৪টি উপন্যাস ও অসংখ্য ছোটোগল্প লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। তাঁর লেখাগুলির মধ্যে অন্যতম কাছের মানুষ, হেমন্তের পাখি, অলীক সুখ, দহন, পরবাস অন্যতম। তিনি সাহিত্য সেতু পুরস্কার, শরৎ পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তাঁর লেখনী জীবনে।

(ওএস/এএস/মে ১৩, ২০১৫)