রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষকের সাথে ছাত্রলীগ নেতাদের খারাপ ব্যবহারের কারণে বিভাগের শিক্ষকেরা পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দা নুরে কাছেদা খাতুন বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির জরুরি সভার ‘খ’ নম্বর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের এমএ শেষ বর্ষের ২১ ও ২৬ মে তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত এ পরীক্ষা স্থগিত থাকবে।

তিনি বলেন, শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণের সঙ্গে যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বের করে শাস্তি দিতে হবে। আমরা এ বিষয়ে উপাচার্যের কাছে মৌখিক অভিযোগ করেছি। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ মে ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসানের পরীক্ষার প্রস্তুতি না থাকায় পরীক্ষা চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা রুমে তালা লাগিয়ে দেয়। পরে শিক্ষকরা তালা ভেঙ্গে পরীক্ষা শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা কক্ষে গিয়ে শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করে। এক পর্যায়ে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

(ওএস/এস/মে ১৫, ২০১৪)