স্টাফ রিপোর্টার : কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে শরীয়তপুরের সুরেশ্বরগামী এমভি মিরাজ-৪ নামের একটি লঞ্চ মেঘনা নদীতে ডুবে গেছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার রসুলপুরের কাছে মেঘনা নদীতে লঞ্চটি ডুবে যায়।

প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধারকারী দল উদ্ধারকাজে যোগ দেয়। পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

বিআইডব্লিউটিসি-এর ডুবুরিরা লঞ্চটির অবস্থান সনাক্ত করতে সমর্থ্য হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে।

এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে নয়জন শরীয়তপুরের।

অর্ধশতাধিক যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে।

এদিকে, লঞ্চটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছেছে।

(ওএস/এস/মে ১৫, ২০১৪)