নওগাঁ প্রতিনিধি :  বুধবার নওগাঁর ধামইরহাটে ২টি ইউনিয়ন পরিষদে উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বেলা ১১টায় ইসবপুর ইউনিয়ন পরিষদ ভবনে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ওয়াদুদ সামার সভাপতিত্বে ১ কোটি ৪ লাখ ৫২হাজার ৫শ’ ৬৮ টাকার এবং একই দিন বিকেলে জাহানপুর ইউনিয়ন পরিষদ ভবনে ওই ইউনিয়নের চেয়ারম্যান ওসমান আলীর সভাপতিত্বে ১কোটি ২৮ লাখ ১২ হাজার টাকার খসড়া বাজেট ঘোষণা করা হয়। পৃথকভাবে অনুষ্ঠিত এ দু’টি বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাজেদা বেগম, উপজেলা সমবায় কর্মকতা আব্দুর রশীদ, ইউপি সচিব আব্বাস আলী, ইউপি সচিব উত্তম কুমার মন্ডল, ব্যাংকার আনোয়ার হোসেন, এনজিও কর্মকর্তা জুলেখা আক্তার প্রমুখ। এবার ইসবপুর এবং জাহানপুর ইউনিয়ন পরিষদে উস্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধি, জিও-এনজিও কর্মকর্তা, ব্যবসায়ীসহ সমাজের সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
(বিএম/পিবি/মে ১৩,২০১৫)