স্পোর্টস ডেস্ক : শুরু থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর প্রায় প্রতিটি আসরে কোন কোন দুর্নীতির অভিযোগ খেলোয়ার থেকে শুরু করে দল এমনকি দলের মালিকের বিরুদ্ধে উঠে আসছে।

আর সেই ধরণের একটি দুর্নীতির অভিযোগটি এবার কলকাতা নাইট রাইর্ডাসের মালিক বলিউড সুপার স্টার শাহরুখ খানের বিরুদ্ধে জটিল আকার ধারণ করেছে। ইতিমধ্যে শাহরুখের বিরুদ্ধে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘন ও অর্থ পাচারের অভিযোগে জেরা করার জন্য সমন পাঠিয়েছে আদালত।

শাহরুখ খানের মালিকানাধীন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের শেয়ার বেচার একটি পুরনো মামলার জেরেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওই সংস্থার সূত্রে জানা গেছে।

শাহরুখ খানের কার্যালয় অবশ্য দাবি করেছে, তারা এখনো ইডির নোটিস পাননি, তবে কলকাতা নাইট রাইডার্সকে সমন পাঠানো হলে দলের পক্ষ থেকেই বিষয়টির জবাব দেওয়া হবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর, দলটির সাফল্য এসেছে মাঠ এবং গ্যালারী দুই দিক থেকেই। বলা যায় তারা মাঠের মতো বানিজ্যিক দিকেও সফল। শাহরুখের বিরুদ্ধে এমন অভিযোগ অচিরেই কাটিয়ে উঠতে পারবে কেকেআরের ভক্তরা এমনটাই প্রত্যাশা করছে।

(ওএস/এএস/মে ১৪, ২০১৫)