টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় অনিদিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

ছাত্রদের অনেকে রাতে হল ত্যাগ করলেও বৃহস্পতিবার সকাল থেকে ছাত্রীরা হল ছাড়তে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিজেন্ট বোর্ডের এক জরুরি সভায় সিদ্ধান্ত হয় যে, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার জন্য সকল ছাত্র-ছাত্রীদের নিদের্শ দেয়া হয়। এছাড়াও বৃহস্পতিবার বিকেলে আবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার আহ্বান করেছেন এবং সেই সভায় আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, বুধবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মোশাররফ নামে একজন নিহত ও ২ জন আহত হয়। মোশাররফের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা গ্রামে।
(ওএস/পিবি/মে ১৪,২০১৫)