মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার ধানকুনিয়া গ্রামের ফেরদৌস হত্যা ঘটনায় নিহতের ছেলে লিটন বাদী হয়ে ২২জনকে আসামী করে বুধবার রাতে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

জানা যায়, ৯মে শনিবার প্রতিপক্ষের হামলায় ফেরদৌস নিহত ও তার ছেলে ছোট্টন আহত হয়। এ সংবাদের প্রেক্ষিতে গণমাধ্যমকর্মীরা এলাকায় পৌঁছলে নিহতের পরিবার ও আশেপাশের লোকজন ৬/৭জন হামলা চালিয়েছে বলে খবর জানান। বুধবার রাতে লিটন মদন থানায় হাজির হয়ে ২২জনকে আসামী করে এ হত্যা মামলা দায়ের করে। এ ব্যাপারে মদন থানার ওসি এসএম মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
(এএমএ/পিবি/মে ১৪,২০১৫)