মাগুরা প্রতিনিধি : মাগুরায় অবৈধ পথে আসা দেড়শ’পিস ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ পুলিশের হাতে আটক হয়েছে মোখলেছুর রহমান নামে এক ব্যবসায়ী।

আটককৃত শাড়ি ও থ্রি-পিসের মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের ভায়না মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এ শাড়ি ও থ্রী-পিস উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি ইমাউর হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শহরের ভায়না বিআরটিসি বাস কাউন্টারের সামনে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে ডিবি পুলিশ। এ সময় বাসের যাত্রী রাজবাড়ী জেলা সদরের ভাঙ্গচালা এলাকার মোকলেছুর রহমানের হেফাজতে থাকা দেড়শ’পিস অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রী-পিস উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। পুলিশ অবৈধ পন্য বহনের দায়ে মকলেছকে আটক করে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
(টিবি/পিবি/মে ১৪,২০১৫)