মুন্সীগঞ্জ প্রতিনিধি : ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় পদ্মা সেতুর নির্মাণ কাজে ২৩ দশমিক ৫ ভাগ ব্যয় বাড়বে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে শুক্রবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, সড়ক ও সেতু উন্নয়নের বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেট দেয়া হয়েছে। পদ্মা সেতুর বরাদ্দ হচ্ছে ৮ হাজার ৭`শ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বোর্ড মিটিং এ এই বরাদ্দ ঘোষণা দেন।

গণমাধ্যমকে উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, কিছু কিছু গণমাধ্যম অসত্য তথ্য দিয়েছে তা একদম ভুল। আমি কোনো দ্বিধা না করে বলতে চাই, মূল পদ্মা সেতুর কাজে আমাদের সিডিউল থেকে আমরা একদিনও পেছাবো না।

এসময় আরো উপস্থিত ছিলেন পদ্মাসেতুর নিবার্হী প্রকৌশলী (পুনর্বাসন) তোফাজ্জল হোসেন, সিনেহাইড্রো কর্পোরেশন, চায়না বেজর ব্রিজ কনসালটেন্ট পক্ষে নিজনি প্রতিনিধি।

(ওএস/এএস/মে ১৫, ২০১৫)