রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীতে শাহিদা করীম পারুল (৪৬) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গৃহবধূ লালমনিরহাট পূবালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার এবাদত করীম মণ্ডলের (৫০) স্ত্রী।

মহানগরীর খামারমোড় শান্তিবাগ এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রাতেই মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এবাদত করীম মণ্ডল জানান, বিকেল সাড়ে ৫টার দিকে লালমনিরহাট অফিস থেকে মোবাইল ফোনে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। এ সময় বারবার রিং দিলেও তিনি ফোন রিসিভ না করায় ওই বাসায় অবস্থানরত ছাত্রাবাসের কয়েকজনকে ফোনে তার স্ত্রীর খোঁজ নিতে বলেন।

এবাদত করীম জানান, পরে ছাত্রবাসের মইনুল নামে এক ছাত্র অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। এ সময় তিনি শাহিদা করীমের মৃতদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখেন।

তবে বাসার কোনো জিনিসপত্র খোয়া যায়নি বলে নিশ্চিত করেছেন নিহতের স্বামী।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জয়নুল আবেদীন বলেন, ‘পারুলের গলায় জখমের চিহৃ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নিহত পারুলের একমাত্র ছেলে বাপ্পী ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন ও মেয়ে ইসরাত জাহান নিপা নগরীর মুলাটোল এলাকায় স্বামীসহ বসবাস করেন।

(ওএস/এইচআর/মে ১৬, ২০১৪)