কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটা সৈকত থেকে হোটেলে পৌছে দেয়ার নাম করে জঙ্গলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করলে বখাটে আউয়াল (২২) কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে দুই পর্যটক তরুণী। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা সৈকতের নারিকেল বাগান সংলগ্ন পূর্বদিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকার মুন্সীগঞ্জ থেকে বন্ধুদের সাথে কুয়াকাটায় ভ্রমনে আসা দুই তরুণী সৈকতে গোসল শেষে হোটেলে যাওয়ার রাস্তা ভুলে গেলে স্থানীয় বখাটে আউয়াল ও সোলায়মান তাদের হোটেলে যাওয়ার রাস্তা দেখানোর নাম করে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তাদের ডাকচিৎকারে তাদের বন্ধুরা সহ স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালানোর চেষ্টা করলে ওই দুই তরুণী আউয়ালকে আটক করলেও সোলায়মান পালিয়ে যায়। রাতেই আউয়ালকে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশের হাতে সোপর্দ করে পর্যটকরা।

পর্যটক তরুণীরা জানান, তাঁরা ভেবেছিলেন ওই যুবকরা তাদের সাহায্য করতে এসেছে। তাই বিশ্বাস করে তাদের সাথে গিয়েছেন। কিন্তু জঙ্গলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করলে আউয়ালকে আটক করে তাঁরা ডাকচিৎকার দিলে সবাই এসে তাদের উদ্ধার করে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই সঞ্জয় মন্ডল জানান, গ্রেফতারকৃত আউয়ালকে শুক্রবার সকালে কলাপাড়া থানায় প্রেরণ করেছেন। তবে পর্যটকরা এখনও মামলা করেনি।

কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান, আটককৃতকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এমকেআর/এএস/মে ১৫, ২০১৫)