নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় কৈপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অজ্ঞাত রোগে কোমলমতি শিক্ষার্থীরা জ্ঞান হারাচ্ছে। প্রতিদিনই সেখানকার শিক্ষার্থীদের মধ্যে দুই-এক জন জ্ঞান হারিয়ে ফেলছে এবং মাথায় পানি দিয়ে বাতাস করলেই কয়েক মিনিট পরে তারা সুস্থ হয়ে পড়ে। প্রায় পনের দিন থেকে এ ঘটনা ঘটছে। এমনকি সম্প্রতি ভূমিকম্পের সময় একই দিনে ২৪ জন শিক্ষার্থীরা জ্ঞান হারায়। এমন কথা বলছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি। আর এ ঘটনা থেকে পরিত্রানে শনিবার বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাকদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান।

স্কুলের প্রধান শিক্ষক ওসমান গনি জানান, প্রায় ১৫ দিন আগে হঠাৎ করে কয়েকজন শিক্ষার্থীরা শরীর খারাপ লাগছে এমন বলার পরপরই জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাদের মাথায় পানি দিয়ে বাতাস দিলে কয়েক মিনিটের মধ্যে সুস্থ হয়ে ওঠে তারা। লাইনে দাঁড়িয়ে পিটি করার সময়, আবার কখনও শ্রেনী কক্ষে বসে ক্লাস করার সময়ই তারা শরীর খারাপ লাগার কথা বলে। এর পর পরই মুর্ছা যায় তারা। ওই কয়েকদিনে প্রায় অর্ধশত শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছেন। উপজেলা প্রশাসন থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছিল। চিকিৎসকরা এটি কোন রোগ নয় জানিয়ে বলেছেন এটি মানসিক ব্যাপার। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দেয়। পরে অভিভাবকদের পরামর্শে শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ব্যাপারে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খলিলুর রহমান জানান, ঘটনা শুনে স্কুলে মেডিক্যাল টিম পাঠানো হয়েছিল। এটি আসলে মানসিক ব্যাপার, কোন রোগ নয়। একজনের থেকে মনের ভয় অন্যজনের মধ্যে ছড়িয়ে এ ঘটনা ঘটছে। আর এসব ঘটনা কোন ভুত-প্রেত থেকেও হয়নি। তবে তিনি এসব গুজব থেকে মুক্ত থেকে মানসিকভাবে শক্ত হতে পরামর্শ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন মেডিকেল টিম পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

(এমআর/পি/মে ১৬, ২০১৫)