গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর মীরের বাজার এলাকা থেকে শনিবার রাতে ৩’শ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় একটি  ট্রাকও জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ী টিপু সুলতান (৩২) নরসিংদীর রায়পুরার আদিয়াবাদ গ্রামের মুত জামাল উদ্দিনের ছেলে।

গাজীপুর ডিবি পুলিশের ওসি আমির হোসেন জানান, গোপন সূত্রে খবরে পেয়ে ডিবি পুলিশের একটি দল পুবাইলের মীরের বাজার এলাকা থেকে ট্রাকটি আটক করে। পরে ট্রাক তল্লাশী করে ৩’শ বোতাল ফেনসিডিল উদ্ধার এবং টিপু সুলতানকে করা হয়।
(এসএস/পিবি/মে ১৭,২০১৫)