লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার  শালবরাত গ্রামে গাছে বেঁধে গৃহবধূ নির্যাতন মামলার অন্যতম আসামী ও কাশিপুর ইউপি আ’লীগের যুগ্ন আহবায়ক আজিজুর রহমান আরজু শেষ পর্যন্ত আদালতে আত্বসমর্পন করেছেন। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

রবিবার দুপুর ১২ টার দিকে আজিজুর রহমান আরজু নড়াইলের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক মোঃ মাজহারুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানী শেষে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

উল্যেখ্য, লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের ভুষিমাল ব্যবসায়ী ছালাম শেখের ছেলে ও সেনা সদস্য শফিকুল শেখের সাথে পাশ্ববর্তী এড়েন্দা গ্রামের ইসমাইল মোল্যার মেয়ে ববিতা খানমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৩ সালের ২১ নভেম্বর তাদের বিয়ে হয়।তবে এ বিয়ে শফিকুলের পরিবার মেনে না নেওয়ায় গত ২৯ এপ্রিল ববিতা শফিকুলের বাড়িতে ওঠে। ৩০ শে এপ্রিল সকালে শফিকুল সহ শ্বশুর বাড়ির লোকজন তাকে গাছে বেঁধে বেধড়ক মারপিট করে আহত করে। এ ঘটনায় ববিতার মা খাদিজা বেগম বাদী হয়ে গত ৫ মে লোহাগড়া থানায় ৭ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার এস আই নজরুল ইসলাম বলেন, গত ১০ মে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মামলার এজাহার ভুক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহার ভুক্ত অন্যতম আসামী পলাতক আজিজুর রহমান আরজু রবিবার আদালতে আত্ব সমর্পন করেন।
(আরএম/পিবি/মে ১৭,২০১৫)