পটুয়াখালী প্রতিনিধি : ছেলেকে দুবাই পাঠানোর নাম করে নেপালে দালালদের হাতে তুলে দেয়ায় ১১ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের আনোয়ার হোসেন মানব পাচার, প্রতিরোধ ও দমন আইনে এ মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় পরান শরীফ ও মো. হাবিব নামে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। মামলার অন্য আসামীরা হলেন, ধুলাসার ইউনিয়নের নবির হোসেন, ছোবাহান শরীফ, রহমত উল্লা, সবুজ, মো. হাচান, রোকেয়া, ছালমা, মাকসুদা বেগম ও জবিউল হক।

গত ১৪ মে দায়েরকৃত মামলায় আনোয়ার হেসেন উল্লেখ করেন, দুবাইয়ে হোটেলে কাজ দেয়ার কথা বলে দুই লাখ ৪২ হাজার টাকা নিয়ে তার ছেলে মো. আনিছ কে নেপালের আন্তর্জাতিক দালালদের হাতে তুলে দেয় আসামীরা। গত ২১ মে নেপালের দালালদের কবল থেকে পালিয়ে এসে কলাপাড়ার বজলুর রহমান তাঁকে জানান, আনিস নেপালে দালালদের হাতে বন্দী আছে এবং তাকে দিয়ে বিনা পারিশ্রমিকে কাজ এবং নির্যাতন করা হচ্ছে। এ ঘটনা জানতে পেরে তিনি পরান ও হাবিবসহ আসামীদের কাছে ছেলের সন্ধান ও টাকা ফেরত চাইলে উল্টো তারা ছেলেকে ফিরিয়ে না দিয়ে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় বাধ্য হয়ে তিনি মামলা দায়ের করেন।
(এমআর/পিবি/মে ১৭,২০১৫)