মাগুরা প্রতিনিধি : শালিখার বুনাগাতী বাজারে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায়-দফায়  সংর্ঘষে আহত হয়েছে ১২ জন আহত, ৮টি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড রাবার বুলেট ব্যবহার করেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, এলাকায় দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা বুনাগাতী ইউপি চেয়ারম্যান মোঃ বখতিয়ার উদ্দিন লস্কর এবং রমিজ হোসেন নামের অপর এক নেতার মধ্যে দীর্ঘ দিন যাবত বিবাদ চলে আসছিল। তারই জের ধওে বিবদমান দু’পক্ষ শনিবার রাত ৮টায় সংর্ঘষের সূত্রপাত হয়ে এবং রবিবার সকাল পর্যন্তু কয়েক দফায় সংর্ঘষ চলে। সংর্ঘষের এক পর্যায়ে বিলায়েত,সোহেল রানা, জাহাঙ্গীর, দিদার,ইয়াছিন,দ্বীজেন বিশ্বাস, হেমায়েতসহ ১২ জন আহত হয়ে শালিখা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় তারিখ ষ্টোর, সামাদ বস্ত্রালয়, মহিদুল ষ্টোরসহ ৮টি দোকান ভাংচুরের ঘটনা ঘটায় প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট নিক্ষেপ করলে মিলন মোল্যা ও ইকবাল বিশ্বাস নামের দুজন বুলেট বিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে।
থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান সংর্ঘষের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড রাবার বুলেট ব্যবহার করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

(ডিসি/পিবি/মে ১৭,২০১৫)