মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর নির্বাচন অফিসের ৩ কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।
আহত, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে মটরসাইকেল যোগে অফিসিয়াল কাজে ঢাকা যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈর উপজেলার বড় ব্রীজের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

এতে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন, অফিস সহকারী মো. মোশারফ হোসেন এবং শিবচর নির্বাচন অফিসের সহকারী শেখ ফরহাদ হোসেন মারাত্মক আহত হয়েছে।
আহতদের প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রদীপ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
(এএ/পিবি/মে ১৭,২০১৫)