দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বীরগঞ্জ পৌর এলাকার শালবন মোড়ে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মোহপুর ইউনিয়নের তুলসিপুর গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে মো. হেলাল (২৯) এবং একই ইউনিয়নের করিমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আনোয়ারুল ইসলাম (২৮)।

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গাবুর আলী জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে ওই দুইজন বীরগঞ্জ থেকে দিনাজপুর যাচ্ছিলেন। পথিমধ্যে শালবন মোড়ে দিনাজপুর থেকে পঞ্চগড়গামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

(ওএস/পিবি/মে ১৮,২০১৫)