একটি সময় যার অতীত বর্তমানে মাতাল মুখোশ
আকণ্ঠ মধুমাকাল জালে তুমি আমি নশ্বর

কেবল ভাঙ্গনের হাত ধরে জোড়া জোড়া পা চাপা আর্তনাদে ছুটছে আর ছুটছে
আমাকে আয়নায় দেখেনি এই স্থবির সকাল দুপুর কালোরাত
বদলেছি কালান্তর ... লুটেরা চোখ তুলে তাকাও আবার, নিঃস্ব হব
দলছুট আমরা শিকারের নিশানায়... বুক পেতে আছি আশায় মৃত্যুঞ্জয়ী
পকেটে স্বপ্নাধুলি ভাঙাতে অচল বাজারে ... রোজ রোজ মিছিলের মশাল
হায়! স্বাগতম ভবিতব্যকাল ... তোমাকে পোড়াবে স্বপ্নাকাল



(/এসসি/মে১৮,২০১৫)