কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সোস্যাল এনগেজমেন্ট বাজেটারি একাউন্টিবিলিটি (সেবা) প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী স্থানীয় সরকার এর উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আঃ মোতালেব তালুকদার, পৌর মেয়র এসএম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, পটুয়াখালী এলজিএসপি-২ প্রকল্পের সহায়ক মো. নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি বিপুল হাওলাদার, সেবা প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আসমা খানম ।

এনএসএস’র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগীতায় এনএসএস’র টেকনিক্যাল কর্মকর্তা মো. মরিুজ্জামান’র সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। প্রকল্প উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মু. মোস্তাফিজুর রহসান। আলোচনা করেন, সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, ইউপি চেয়ারম্যান আঃ সালাম শিকদার, আঃ মালেক খান, এবিএম হুমায়ন কবীর, সমাজকর্মী মেজবাহ উদ্দিন বাবুল, শিক্ষক মো.মহিউদ্দিন আহমেদ প্রমুখ। সভায় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সমাজকর্মী,এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(এমআর/পিবি/মে ১৮,২০১৫)