নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ আলী (৪৮) নামে এক নব-মুসলিম নিহত হয়েছেন। এসময় জাতীয় দলের সাবেক ফুটবলার তানভীর চৌধুরীসহ আহত হয়েছেন আরো ১১ যাত্রী। মঙ্গলবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসযাত্রী নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার অলক কুমার দেবের ছেলে নব-মুসলিম মোহাম্মদ আলী।

বড়াইগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজন মিয়া জানান, ভোর ছয়টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯৫৮) এর একটি বাসকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আইরমারী ব্রীজ এলাকায় চাপা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় এবং ট্রাকটি পালিয়ে যায়।

এসময় চাপা পড়ে বাসযাত্রী মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরো অন্তত ১১ বাস যাত্রী আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জাতীয় দলের সাবেক ফুটবলার তানভীর চৌধুরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

(ওএস/পিবি/মে ১৯,২০১৫)