লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপি’র ফকিরের চর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু’গ্রুপের ঘন্টা ব্যাপি সংঘর্ষে মহিলাসহ ১৩জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের হামলায় একটি পরিবারের ৩টি ঘর ভাংচুর ও নগদ টাকাসহ গবাদী পশু লুটপাট করা হয়। আহতদেরকে লোহাগড়া, নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ইতনা ইউপি’র ফকিরের চর গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে আবু ফকিরের ছেলে সাজেদুল ইসলাম মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী মোরাদ মোল্যার গাছ থেকে আম পাড়ে। এ সময় সাজেদুলের সাথে মোরাদ মোল্যার বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সকাল সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ ইমদাদুল হক সুনুর নেতৃত্বে শহীদ শেখ, মোরাদ মোল্যা, ছোটন মোল্যা, চুন্নু মোল্যা, মিরকাত ফকির, বিদ্যুৎ মোল্যা, কুদ্দুস, ফুলমিয়া, ডাবলু, জুয়েলসহ ৭০/৮০ জনের একদল লোক রাম দা, লাঠিসোঠা, কাতরা, সড়কি নিয়ে মোস্তাফিজুর রহমান ওরফে আবু ফকিরের বাড়িতে হামলা চালিয়ে তার ৩টি বসত ঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে রোজিনা খানম, লিলিয়া বেগম, মুকুল ফকির, রিয়াজুর রহমান, আকিনুর রহমান, সাজেদুল ইসলাম, মহব্বত ফকির, রকিব ফকির, আতাউর মোল্যা, বিদ্যুৎ মোল্যা, ছোটন মোল্যা, আতিয়ার, সুমন মোল্যা আহত হয়। আহতদেরকে লোহাগড়া, নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় আবু ফকিরের বাড়ি থেকে প্রতিপক্ষের লোকজন নগদ টাকা, ২টি গরু, ৪টি ছাগল ও জমির দলিল লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে লোহাগড়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(আরএম/পিবি/মে ১৯,২০১৫)