লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ইস্যু ভিত্তিক সোশ্যাল মিডিয়া আড্ডার আয়োজন করা হয়। জেলার সরকারি দপ্তর সমূহের সেবার মানোন্নয়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে ও জবাবদিহিতামূলক, দুর্নীতিমুক্ত, জনবান্ধব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সমৃদ্ধ প্রশাসনসহ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিভিন্ন ধরনের দিক- নির্দেশনা ও পরামর্শ দেন উপস্থিত বিভিন্ন সেক্টরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মিডিয়া আড্ডায় অংশ নেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ ও মন্ত্রী পরিষদ বিভাগের মাকছুদুর রহমান।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক একে এম টিপু সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজ্জাদুল হাসান, সহকারী পুলিশ সুপার জুনায়েদ কাউছার, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী কমিশনার (এনডিসি) মো: আরিফুজ্জামান।

মিডিয়া আড্ডায় আরও বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌর সভায় মেয়র বেলাল হোসেন, সাংবাদিক রবিউল ইসলাম খাঁন, সাইফুল ইসলাম স্বপন, নুর নবী, ইউপি চেয়ারম্যান এ এম এম আশরাফ উদ্দিন, ডঃ জাকির হোসেন, মাসুম বিল্লা, শিক্ষক আবুল হোসেন ও এ্যাডঃ রতন লাল ভৌমিক প্রমুখ।
(এমআরএস/পিবি/মে ১৯,২০১৫)