স্পোর্টস ডেস্ক, ঢাকা : কার্লোস পুয়োল যুগের অবসান হয়েছে বার্সেলোনায়। অবসরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন রক্ষণভাগের এই জাদুকরী ফুটবলার। দীর্ঘ ১৫ বছর তিনি বার্সার রক্ষণ দেয়ালের সুরক্ষা করেছেন। কিন্তু ইনজুরির সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত পুয়োল বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানিয়েছেন।

নতুন কেউ অবশ্য পুয়োলের জায়গায় আসবেন। ধারণা করা হচ্ছে চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ আসছেন। কিন্তু পুয়োল যা করে গেছেন তা অর্জন করতে যুগ প্রয়োজন হয়। আর প্রয়োজন হয় সাধনার।

পুয়োলের নামের পাশে ৬টি লিগ শিরোপা, ৩টি চ্যাম্পিয়ন্স লিগ এছাড়া স্পেনের হয়ে অর্জন করেছেন ১টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ। আর কি চাই এক জীবনে। কিন্তু আরও একটু সামনে এগিয়ে লড়াই করতে করতে অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু তা আর হল কই! ইনজুরির জন্য থামতে হয়েছে। শেষ হয়েছে রক্ষণভাগকে শিল্পের মানে নিয়ে যাওয়া পুয়োল অধ্যায়ের।

(ওএস/পি/মে ১৬,২০১৪)