বান্দরবান প্রতিনিধি : জন সংহতি সমিতি’র সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা’র আগমনকে কেন্দ্র করে শহরে পাহাড়ী-বাঙ্গালী’র মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জাগো পার্বত্যবাসী সংগঠনের উদ্যোগে পুরো শহর জুড়ে কালো পতাকা সাঁটানো হয়েছে। এদিকে রোয়াংছড়ি স্টেশন এলাকায় সন্ত্রাস দমন অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক চাঁদাবাজ গুলিবিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবারে বান্দরবান রাজার মাঠে জেএসএস’র ২০তম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে সন্তু লারমা বান্দরবান আগমনকে কেন্দ্র করে বাঙ্গালী সংগঠন গুলো তৎপর হয়ে উঠে। জাগো পার্বত্যবাসী’র ব্যানারে নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন অলিগলি ও প্রধান প্রধান সড়কের দু’পাশে অসংখ্য বালো পতাকা সাঁটিয়ে দেয়। গত ৩ মাস ধরে বাঙ্গালীদের নতুন সংগঠন জাগো পার্বত্যবাসী পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজী, অপহরন ও হত্যার প্রতিবাদ জানিয়ে আন্দোলন চালিয়ে আসছে। বান্দরবানের প্রায় প্রতিটি উপজেলায় জেএসএস সমর্থকরা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকার চাঁদা আদায় করছে। পাহাড়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় এলাকারবাসীর দাবীর প্রেক্ষিতে সন্ত্রাস ও চাঁদাবাজী নির্মূলে সেনা বাহিনী ও বিজিবি যৌথ অভিযান নামে। এই অভিযানের অংশ হিসেবে রোয়াংছড়ি বাস স্টেশন এলাকায় মঙ্গলবার দুপুরে অভিযান চালায়।

চাঁদা কালেকটর প্রীতি ভুষন তংচংঙ্গ্যা নিরাপত্তা বাহিনীর অবস্থান টের পেয়ে পালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারাত্বক আহত হন প্রীতি ভুষন তংচংঙ্গ্যা। তাকে আহত অবস্থায় আটক করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনীর প্রহরায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পাহাড়ী আঞ্চলিক রাজিৈনতক দল জেএসএস’র পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রীতি ভুষন তংচংঙ্গ্যা জেএসএস’র বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি। প্রীতিসেন নামক এক যুবককে ধরতে গিয়ে সন্দেহজনক প্রীতি ভুষনকে আটকের এই ঘটনা ঘটে।


এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, সেনাবাহিনী কর্তৃক এ ঘটনা ঘটেছে। প্রীতি ভুষন তংচংঙ্গ্যাকে সেনা সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় আটক করে নিয়ে গেছে। গুলির ঘটনা নিয়ে রোয়াংছড়ি উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবী করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে মঙ্গলবার দুপুরে সন্তু লারমা ও তার সফরসঙ্গীরা ব্যাপক নিরাপত্তা বেষ্টনীতে বান্দরবান প্রবেশ করে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন।
(এফবি/পিবি/মে ১৯,২০১৫)