নাটোর প্রতিনিধি : নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমারী ব্রীজ এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ আলী (৪৮) নামে একজন নিহত এবং জাতীয় দলের সাবেক ফুটবলারসহ অন্তত ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোর ৬ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী আইড়মারী ব্রীজ এলাকায় ঢাকাগামী দিবা কোচ দেশ ট্রাভেলসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে গেলে বাসের যাত্রী নাটোর শহরের কান্দিভিটা এলাকার অলক কুমার দেবের ছেলে নব-মুসলিম মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় বাসযাত্রী জাতীয় দলের সাবেক ফুটবলার রিয়াজ আলম খান চৌধুরী তানভীর সহ ৮ জন আহত হয়। তানভীরকে আশংকাজনক অবস্থায় প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তানভীরের বাবা শামছুল আলম খান রেন্টু চৌধুরী জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত জ্ঞান না ফেরায় তার ছেলেকে একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তানভীরের বুকের ভিতর কাঁচ ঢুকে রয়েছে। তিনি তার ছেলের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন জানান, এঘটনায় গুরুদাসপুর থানায় একটি মামলা হয়েছে।

(এমআর/এএস/মে ১৯, ২০১৫)