নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে একটি স্পিনিং মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার গোকুল দাসের বাগ এলাকায় অবস্থিত আলভি স্পিনিং মিলের একটি গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের ঘটনাটিকে মিল কর্তৃপক্ষ এবং দমকল বাহিনীর সদস্যরা উভয়ই নাশকতা হিসাবে উল্লেখ করেছেন। কারণ গত এক মাসে একই গুদামে চার বার অগ্নিকান্ডের ঘটনা ঘটলো। অগ্নিকান্ডে গুদামে থাকা তুলা পুড়ে গিয়ে প্রতিষ্ঠানের ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষ দাবি করেছে। খবর পেয়ে বন্দর দমকল বাহিনীর সদস্যরা ১ ঘণ্টা চেষ্টার পর দুপুর সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মিলের জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, দুপুর সোয়া ২টায় মিলের গুদামে আগুন লেগে যায়। কিন্তু ওই গুদামের মধ্যে বিদ্যুতের কোন সংযোগ নেই। এমনকি ঘটনার সময় মিলে বিদ্যুৎও ছিল না। তাই ঘটনাটিকে নাশকতা হিসেবেই দেখছেন তারা। তাছাড়া একই গুদামে গত ১ মাসে এটি নিয়ে চতুর্থ বারের মতো অগ্নিকান্ডের ঘটনা ঘটলো।

বন্দর দমকল বাহিনীর ইনচার্জ সোহেল রানা বলেন, অগ্নিকান্ডের ঘটনাটি রহস্যজনক। আগুন লাগার কোনো কারণ তারা খুঁজে পাননি। গুদামে বিদ্যুৎ সংযোগ নেই। ঘটনাটি নাশকতা হতে পারে বলে তাদের ধারণা।

খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি টিম এসআই মোবারকের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(ওএস/অ/মে ১৯, ২০১৫)