গাজীপুর প্রতিনিধি :গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় মনি বেগম নামে এক নারী গার্মেন্ট শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কোনাবাড়ির বেষ্টওয়েল সেয়েটার কারখানার নিটিং অপারেটর ছিলেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। মনি লালমনিহাটের আদিতমারি থানার চন্ডিমারি মহিষখোলা গ্রামের জিন্নত আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সাইফুল ইসলাম (২৭) স্ত্রী মনি বেগমকে (২৪) নিয়ে বাইমাইলের শহিদুল্লাহর বাসায় ভাড়া থাকতো। পারিবারিক বিষয় নিয়ে সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার বিকাল পর্যন্ত কারো সাড়া না পেয়ে জানালার ফাক দিয়ে অন্য ভাড়াটেরা দেখেন ঘরে মনির বেগমের লাশ ঝুলছে। পরে থানায় খবর দিলে সন্ধ্যায় পুলিশ এসে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায়।

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, ওই নারী শ্রমিকের লাশ গলায় উড়না পিচাঁনো অবস্থায় ঘরের ধর্ণার সাথে ঝুলন্ত পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছেন, না তাকে হত্যা করা হয়েছে, তা ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর জানা যাবে।

(এসএএস/এসসি/মে২০১৫)