নাটোর প্রতিনিধি : কেমিকেল ছিটিয়ে ফল পাকানো বন্ধসহ ফরমালিন ও ক্যালশিয়াম কার্বোহাইড্রেড রোধে নাটোরের নলডাঙ্গায় আগামী ১ জুন পর্যন্ত গাছ থেকে আম পাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। একই সাথে আদেশ অমান্যসহ ফরমালিন ও ক্যালশিয়াম কার্বোহাইড্রেড ব্যবহারকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়। বুধবার উপজেলার পরিবীক্ষণ কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নলডাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি অফিসার ডঃ সাইফুল আলম, নলডাঙ্গা থানার ওসি নজিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সরদার আফজাল হোসেন, আবিদুর রহমান তালুকদার, শেখ জহুরুল ইসলাম ভুট্রু, ব্রক্ষপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তৌহিদুর রহমান ঝরু, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, রঞ্জিত কুমার সিংহ, সাইদুর রহমান, আমচাষী জিয়াউর রহমান, অজিত ঘোষ, আজাহার আলী, সাইফুল ইসলাম মেম্বর, সারোয়ার হোসেন, জহুরুল ইসলাম,সাংবাদিক মামুনুর রশীদ প্রমুখ।

পরিবীক্ষণ কমিটির সভায় প্রায় অর্ধশতাধিক আম চাষী অংশ গ্রহণ করে। পরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় কৃষি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এমআর/এএস/মে ২০, ২০১৫)