রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে এক সপ্তাহ ধরে থানার ওসি’র নির্দেশে বিশেষ অভিযান ও মাইকিং চলছে। ৩ জুনের মধ্যে নম্বরবিহীন মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা না হলে মোটরসাইকেল আটকসহ চালকের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মাইকিং ও বিশেষ অভিযান পরিচালনা করে প্রচার করা হচ্ছে। সবশের্ষ গত বুধবার সন্ধ্যা পর্যন্ত পৌর শহের এ মাইকং করা হয়।

এছাড়াও গত এক সাপ্তাহ ধরে পৌর শহরের বিভিস্থানে বিশেষ অভিযান চালিয়ে অর্ধশতাধিক মোটসাইকেল আটক করে থানা নিয়ে এনে মালিকানা কাজপত্র দেখে ৭দিনের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য অঙ্গীকার রেখে ছেড়ে দেওয়া হয়েছে। যার মালিকানা কাজপত্র ছিলোনা সেগুলো আটক করে থানায় রাখা হয়েছে।

অপরদিকে শহরের বিভিন্নস্থানে বিশেষ অভিযান ও মাইকিং করে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার ঘোষণার পর থেকে নম্বরবিহীন মোটর সাইকেল চালকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বেকায়দায় পড়েছে যারা কিস্তির মাধ্যমে মোটরসাইকেল কিনেছেন যারা।

বুধবার দুপুরে মাইকিং এর বিষয় নিশ্চিত করে রায়পুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ভূইয়া বলেন, অবৈধ মোটরসাইকেল চলাচল বন্ধ করে রজিস্ট্রেশন করে নাম্বার ব্যবহার মোটরসাইকেল চালালে মাদক-চুরি-ডাকাতিও অনেক কমে যাবে। এ অভিযানে সকলেই সাড়া দেওয়া দরকার। তাছাড়াও শহরের অবৈধ মোটরসাইকেল ব্যবহার বেড়ে গেছে।


(এমআরএস/এসসি/মে২১,২০১৫)