বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি : কমিউিনিটি ক্লিনিক কার্যক্রমের সাথে জনগণের সম্পৃক্ততা আরো বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপি  উপজেলা পর্যায়ে জনসচেতনতামূলক প্রচার  কার্যক্রমের  উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এম.পি।  এ প্রচার কার্যক্রম ২১ মে থেকে ২০ জুন পর্যন্ত সারাদেশে  চলবে।

‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল এগার ঘটিকার সময় উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নারী শিক্ষা ডিগ্রী কলেজ মাঠে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্ত্তী। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এম.পি প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পরে কবুতর উড়িয়ে প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, উপজেলা চেয়ার‌্যমান রফিকুল ইসলাম সুন্দর , ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু নাইম মাহমুদ হাসান, থার্ড আই কমিনিউকেশনের চীফ একুউটিভ অফিসার সৈয়দ আউলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, একেএম হেলাল উদ্দিন প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান, অধ্যক্ষ হারুনুর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সুয়েব আহমদ, তালিমপুর ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন সুনাই, হুইপের সহকারি একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক লিটন শরীফ, মেহেদী হাসান কবির প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে যাত্রা শুরু হয়ে আগামী ২০জুন টেকনাফ উপজেলায় গিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘটবে। ১৫টি ফিল্ড এ্যাক্টিভিশন ইউনিট( কমিউিনিটি ক্লিনিকের তথ্য সম্বলিত গাড়ি) সারাদেশের ৪৮২টি উপজেলার বিভিন্ন স্থানে ভিডিও প্রদর্শনী, সচেতনতামূলতক গান. নাটক, গম্ভিরা গান, ডুকমেন্টারী প্রদর্শন করা হবে।
(এলএস/পিবি/মে ২১,২০১৫)