নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় রাকিব হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সামসুল ইসলাম জানান, রাস্তা পারাপারের সময় একটি ট্রাক রাকিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন বলে জানান এসআই সামসুল।

রাকিব জালকুড়ি এলাকার রুস্তম আলীর ছেলে। সে জালকুড়ির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

(ওএস/এএস/মে ২১, ২০১৫)