রাজশাহী প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে চাষিবান্ধব । বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সুগার মিলে আখ চাষি সমাবেশে তিনি এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, চিনি শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক শিল্প। এ জন্য আখ চাষিদের সুবিধার্থে সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

গত ছয় বছরে চিনি শিল্পের উন্নয়নে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করেছে।

সমাবেশে বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রাজশাহী সুগার মিলকে বাঁচাতে দেশীয় চিনি ব্যবহারের জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করতে হবে। ক্রেতা বাড়াতে দেশিয় চিনির মানের প্রতি যত্মশীল হওয়ার কথাও জানান তিনি।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সূচীন চন্দ্র দাশ, চিনিকল আখ চাষি ফেডারেশনের সভাপতি ও সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান, সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশা, সংসদ সদস্য আয়েন উদ্দিন, ফরিদুল হক দুলাল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মে ২১, ২০১৫)