স্পোর্টস ডেস্ক, ঢাকা : কুষ্টিয়া স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবালীগ ২০১৩-১৪ শুরু হয়েছে। চলবে ২৭ মে পর্যন্ত। শতাধিক দাবারু এ লীগে অংশগ্রহণ করছে।

আজ শুক্রবার বিকেল ৪ টায় কুষ্টিয়া স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।


বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়া সদর হাসপাতালের কনসালটেন্ট(অর্থো সার্জারী) ডাঃ রতন কুমার পাল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাবা উপ-পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নাজার। এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু বলেন, আশা রাখি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এ লীগ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে লীগ পরিচালনার লক্ষ্য ইতোমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, এ লীগের মধ্যদিয়ে আমরা উদীয়মান নতুন খেলোয়াড়ের সন্ধান পাব। যারা আগামীতে কুষ্টিয়ার মুখ উজ্বল করবে। দাবা উপ-পর্ষদের সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রাশিদুজ্জামান খান টুটুল ক্রীড়ামোদীদের প্রতিদিন খেলা দেখার জন্য সকলকে আমন্ত্রন জানিয়েছেন।

(কেকে/পি/মে ১৬,২০১৪)