মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী গ্রামে কালীবাড়ী দুর্গামন্দিরে অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি গৌরচন্দ্র দত্ত জানান, দেবোত্তর সম্পত্তিতে গড়ে তোলা শতবর্ষের ওই মন্দিরের ছয় শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। স্থানীয় আক্কাছ মেম্বরের ছেলেদের সঙ্গে আদালতে মোকদ্দমা চলছে। মন্দিরের জায়গা দখলে নিতে কেউ এ ঘটনা ঘটাতে পারে।

স্থানীয় সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মিয়া জানান, স্থানীয়দের সহযোগিতায় ওই মন্দিরে প্রতি সপ্তাহের মত বৃহস্পতিবার রাত ১২টার পর্যন্ত নামকীর্তন পরিবেশন করা হয়। কীর্তন শেষে সবাই বাড়ি চলে যান। শুক্রবার সকালে সেখানে ভাঙচুর ও আগুন দেখতে পান গ্রামবাসী।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটি শুনেছি। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ওএস/পিবি/মে ২২,২০১৫)